Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। করোনায় আক্রান্ত হওয়ার সাতদিন পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শেষমেষ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই প্রসঙ্গে এদিন ফোনে তাঁর পুত্র সায়নদেব জানান, ‘বাবাকে আজ হাসপাতালে ভর্তি করলাম। ওঁর খুব একটা উন্নতি হয়নি। ডাক্তারের পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি করলাম। বাবার হাল্কা জ্বর রয়েছে। জ্বর কমছে না। খুব দুর্বল হয়ে পড়েছেন। গা-হাত-পায় ব্যথা রয়েছে।’
উল্লেখ্য, এর আগে নিজেই ট্যুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, ‘আমি করোনায় আক্রান্ত। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছি। গত সাত দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে পরীক্ষা করিয়ে নিন।’