Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
নতুন স্যাটেলাইট পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরো। চলতি বছরেই শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরো লঞ্চ করবে ব্রাজিলিয়ান স্যাটেলাইট অ্যামাজানিয়া-১ (Brazilian satellite Amazonia-1) এবং এর সঙ্গে আরও ২০টি স্যাটেলাইট। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা ২৩ মিনিট নাগাদ মহাকাশে পাড়ি দেবে এই স্যাটেলাইট গুলি।