Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
গলসি থানায় ধৃত রাকেশ সিং
সারাদিন লুকোচুরির পর অবশেষে বর্ধমানের গলসি থেকে মাদক কাণ্ডে গ্রেফতার রাকেশ সিং। মাদক কান্ডে গ্রেফতারি এড়াতে হাই কোর্টে মামলা করে রাকেশ সিং। কিন্তু বিচারপতির পর্যবেক্ষণ পুলিশ সঠিক পদ্ধতিতেই এগোচ্ছে। হাইকোর্টের সিদ্ধান্তের পরেই রাকেশের বাড়িতে চড়াও হয় বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা দেয় রাকেশের ছেলে, তাঁর দাবি পরোয়ানা ছাড়া ঢুকতে দেওয়া হবে না। সরকারি কাজে বাধা দিলে পদক্ষেপ নেওয়া হবে, পাল্টা হুঁশিয়ারি দেয় পুলিশ। যদিও দীর্ঘক্ষণ বচসা টানাপোড়েন চলার পর বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে ঢোকে পুলিশ।
প্রসঙ্গত মাদক মামলায় মঙ্গলবার বিকেল ৪ টেয় রাকেশকে তলব করে লালবাজার পুলিশ। কিন্তু দিল্লিতে কাজের অজুহাতে লালবাজার পুলিশকে পাল্টা চিঠি দেন রাকেশ। অন্যদিকে পুলিশ যাতে জেরা করতে গিয়ে কোনও ভাবেই গ্রেফতার না করতে পারে তার জন্য হাই কোর্টে মামলা করেন রাকেশ। তবে সেই মামলাতেও হেরে যান তিনি। কার্যত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী মাদক কান্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই বিপাকে পড়েছেন রাকেশ। পামেলা বারবার আদালত চত্ত্বরে নাম নিয়েছিলেন ‘কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং’ এর। যার জেরে শুরু হয়েছিল রাজনৈতিক চাপান উতোরও। তবে মামলায় হারার পর থেকেই বেপাত্তা হয়ে যায় রাকেশ। পুলিশবাহিনী তাঁর বাড়ি অবধি পৌঁছালেও রাকেশর খোঁজ মেলেনি। এরপর সরকারি কাজে বাধা দান ও সরকারি কর্মীকে হেনস্তার অভিযোগে রাকেশ সিংয়ের দুই ছেলেকে আটক করে লালবাজারে নিয়ে আসা হয়। এই ঘোরালো পরিস্থিতিতে শেষমেষ পুলিশের জালে ধরা পড়ে রাকেশ। তাকে জেরা করার জন্য লালবাজারে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।