Written By দীপঙ্কর গুহ
ছবিঃ সৌ-টুইটার
ইংল্যান্ড শেষ যে "পিঙ্ক বল"টেস্ট খেলেছে, তাতে একটি ইনিংস শেষ হয়েছিল ৫৮ রানে। আর ভারত শেষ "পিঙ্ক বল" টেস্ট খেলেছে, তাতে একটি ইনিংসে মাত্র ৩৬ রানে থেমে গিয়েছিল কোহলিদের। ইংল্যান্ড কিংবা ভারত এই দুটো যে "পিঙ্ক " বলে খেলেছিল তা ' এসজি ' ব্র্যান্ডের নয়। ছিল ' ডিউক' বা ' কোকাবুরা'র। বুধবার মোতেরায় রুট-কোহলিরা এসজি "পিঙ্ক"বলে দিনরাতের টেস্ট ম্যাচের লড়াইয়ে নামছে। ভারত-ইংল্যান্ডের চার টেস্টের সিরিজে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। সিরিজ এই ম্যাচের আগে ১-১। ভারতীয় দল তিনমাস আগে দিনরাতের টেস্ট ম্যাচ খেলেছে। অভিজ্ঞতা টাটকা। আর এমন দিনরাতের টেস্ট ইংল্যান্ড শেষ বার খেলতে নেমেছিল তিন বছর আগে। সেই দলের অর্ধেক ক্রিকেটার আর এই দলে নেই। "পিঙ্ক"বলের টেস্টে ভারত আর ইংল্যান্ড যে টেস্ট দুটিতে কম রান করতে বাধ্য হয়েছিল সেগুলিতে প্রতিপক্ষ দলের পেসাররা উইকেট নিয়েছিল। এই গোলাপি বলে পেসাররা বাড়তি সুবিধা পায়। ভারত প্রথম যে 'পিঙ্ক বল ' টেস্ট খেলেছিল ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে -তাতে উইকেট নিয়ে মাথা ঘামায়নি। গুজরাটে মোতেরাতে ২২ গজ নিয়ে মাথা ঘামিয়েছে নিশ্চয়ই। উইকেট থেকে ঘাষ ছেঁটে ফেলা-কম জল দেওয়া, এসব ভারতীয় দুই স্পিনারের জন্যই ভাবা। ভারত এই টেস্ট নিশ্চতভাবে তিন পেসার -ঈশান্ত, উমেশ আর বুমরাকে নিয়ে নামবে। কারণ, গোধূলির পরও ক্রিকেট চলবে দেড় সেশন। শিশির টুপটাপ পড়বেই। হালকা বসন্তের হাওয়া চলবে। জানি না তিনতলার ১ লাখ ১০ হাজার সিটের স্টেডিয়ামে বাইরের হাওয়া কতোটা প্রভাব ফেলবে। ঈশান্ত নিশ্চয়ই শততম টেস্ট ম্যাচের "পিঙ্ক বল"টি সংগ্রহশালায় রাখতে চাইবেন বিপক্ষকে বেসামাল করে। এরসঙ্গে রইলেন ৪০০ টেস্ট উইকেট ল্যান্ডমার্ক থেকে ৬ উইকেট দূরে থাকা অফ স্পিনার অশ্বিন। আর বাঁহাতি স্পিনার অক্ষর। এই দুই স্পিনারই এখন গায়ে "অলরাউন্ডার"ট্যাগ লাগিয়ে নিতে পেরেছেন। আছেন বাঁহাতি রংবাজ ব্যাটসম্যান ঋষভ পন্থ। উইকেটকিপার হয়ে আগের টেস্টে ভরসা জোগাড় করে নিয়েছেন। এবার ৫ ব্যাটসম্যান। ওপেনার রোহিত আগের টেস্টেই লম্বা সেঞ্চুরি করে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। শুভমন গিল সেই টেস্টে মান রাখতে পারেননি। পূজারা বাড়ির কাছাকাছি মাঠে নামতে চলেছেন। নেতা কোহলি আগের টেস্টের শেষ ইনিংসটিতে যে মানসিক শক্তি দেখিয়ে ব্যাট করেছেন-তার সঙ্গে জোশ মিশলেই হল। দেশের মাটিতে প্রথম "পিঙ্ক বল" টেস্টে তাঁর সেঞ্চুরি আছে। আর অজিঙ্কা রাহানে। দুটো ইনিংস পাবেন কিনা জানি না, একটা তো পাবেনই। সুন্দর ষাট -সত্তোরকে একশোতে টানতে হবে। না হলে আবার প্রশ্ন মাথা চাড়া দেবেঃ আবার কবে? ইংল্যান্ড অধিনায়ক জো রুটের দলের সকলকে ক'দিন আগেই স্মরণ করিয়ে দিয়েছেন অশ্বিনের করা আগের টেস্টে খেলা শতরানের ইনিংসটি। এভাবেই স্পিনিং উইকেটে খেলতে হবে নিজেদের-এটাই বুঝেছেন। হতে পারে পরাজয়ের টেস্টে ব্যাটে বলে সফল মঈন আলি দেশে ফিরেছেন-কিন্তু এক টেস্ট বিশ্রাম পেয়ে ফিরছেন ডম বেস। আছেন লিচ। আর রুট নিজে। আড়াই জন স্পিনার। ফিরছেন জেমস অ্যান্ডারসন। তিনিই "পিঙ্ক বল" আর রাতের ক্রিকেট সেশনে টিম ইন্ডিয়ার বড় চিন্তা। চোট সামলে গতির চ্যালেঞ্জ নিয়ে নামতে চলেছেন জফ্রা আর্চার। ব্রড থাকছেন। পেসার ত্রিফলার সঙ্গে থাকবেন বেন স্টোকস। আর উইকেটকিপার বেন ফোকস আগের টেস্টে ভালো খেলায় বাটলার ব্যাটসম্যান হয়ে দলে ফিরতে পারেন অভিজ্ঞতা ভারী করতে। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বড় ম্যাচ। কোহলিদের এই ম্যাচ না হারা মানেই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার টিকিট নিশ্চিত। এই দলের ঝোঁক যে ঝাঁজালো... জেতার জোশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। অপেক্ষার পাঁচদিন রইলো এই মোতেরা মজলিস দেখার জন্য।