১৭.৫৭ মিনিট। টুইটার পোস্ট করলেন রাহুল গান্ধী। নিজের টুইটার হ্যান্ডেল ব্যবহার করলেনঃ
" Beautiful how the truth reveals itself.
Narendra Modi stadium
- Adani end
- Reliance end
With Jay Shah presiding.
#HumDoHumareDo"
সেই হাম দো, হামারে দো।
আর কী বাকি রইলো! বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গুজরাট ক্রিকেট রাজ্য সংস্থার মোতেরা স্টেডিয়াম নাম বদলে ফেলল। এতদিন ছিল এটি সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। বুধবার ভারত-ইংল্যান্ড "পিঙ্ক বল" টেস্ট ম্যাচের ঠিক আগেই দেশের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ উদ্বোধনের করেন নতুনভাবে সাজা এই স্টেডিয়াম । এই নয়া সংস্কারের ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে হলঃ নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম।
এই পর্যন্ত তাও ঠিক ছিল। ক্রিকেট ম্যাচটি টিভিতে দেখানো শুরু হতে যা স্ক্রিনে ভেসে উঠলো-- তা তাক লাগানোর। প্রতিটি ক্রিকেট মাঠের দু-দিক থেকে বোলিং হয়। দুই প্রান্তের নামকরণ হয়। ইডেনে যেমন বলা হয় -ক্লাব হাউস এন্ড আর হাইকোর্ট এন্ড। নয়া নামকরনের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের দুটি বোলিং এন্ডও নাম বদলে হয়ে গেছে- রিলায়েন্স এন্ড এবং আদানি এন্ড!
এটা টিভি স্ক্রিনে বারবার ফুটে উঠতেই শুরু হয়ে যায় তুমুল সমালোচনা। এমনিতেই এই স্টেডিয়ামের নাম বদলে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়ে যায়। তারসঙ্গে দুটি বোলিং এন্ডে রিলায়েন্স আর আদানি -এই কর্পোরেটের নাম চলে আসায় টুইটার ট্রেন্ডিংয়ে তা পয়লা নম্বরে চলে আসে। ভারতীয় দল ইংল্যান্ডকে ১১২ রানে থামিয়ে দিতেই ট্রেন্ডিংয়ে পয়লা নম্বরে বসে যায় ভারত-ইংল্যান্ড টেস্ট। দুইয়ে #NarendraModiStadium রয়ে গেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত।
ব্রিটিশ মিডিয়া তো এই হ্যাশট্যাগ নিয়েই আলাদা স্টোরি করে দিয়েছে ইতিমধ্যে। প্রতিটি বহুল প্রচারিত পোর্টালে তা ছড়িয়েছে। আরও ছড়াবে - এটা নিশ্চিত। একে সে - দেশের ক্রিকেটাররা ভালো খেলছে না। আর এখন দিল্লির আশেপাশে কৃষকদের প্রতিবাদ বিশ্ব দরবারে ছড়িয়েছে। তাই এই নয়া বিতর্ক স্পেশাল প্রতিবেদন হয়ে উঠেছে।
টুইটারে এক ফলোয়ার এটাও লিখে বসেছেন, এরআগে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর জীবিত অবস্থায় এমন নামকরনের নজির নেই। ব্যাস্, শুরু হয়ে গেছে দেশের সব স্টেডিয়ামের নাম নিয়ে চর্চা। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী---সকলের নামে নানান স্টেডিয়াম আছে। কিন্তু কোনটির অন্য নাম সরিয়ে রাজনৈতিক - প্রধানমন্ত্রী নামে বদলে ফেলা হয়েছি কি? প্রচুর খোঁজ খবর নিতে হবে এর সত্যতা যাচাই করে দেখতে । উইকিপিডিয়া ঘাঁটতে হবে। সময় যাবে। আপাতত সেই রাস্তায় কোনও প্রতিবেদক হাঁটেননি।
24th February, 2021 08:25 pm
ছবিঃ সৌ-টুইটার।