Written By অংশুমান চক্রবর্তী
বেপরোয়া ওভারলোডিং ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ১মহিলার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ ফালাকাটা- ধূপগুড়ির মধ্যবর্তী এলাকা সোনাতলার হাটে। স্থানীয় সূত্রে খবর, ওভারলোডিং ডাম্পারটি দ্রুতগতিতে ফালাকাটা থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল, সে সময় উল্টো দিক থেকে ১টি স্কুটি করে ২জন ফালাকাটার দিকে যাচ্ছিলেন। ডাম্পারটি দ্রুতগতিতে গিয়ে স্কুটিটিকে ধাক্কা দেয়। এদিকে স্কুটিটি ব্রেক করলে স্কুটি থেকে পড়ে যায় স্কুটির পেছনে বসে থাকা মহিলা। আর তার ওপর দিয়ে চলে যায় ডাম্পারটি। ডাম্পারটির চাকায় আটকে যায় মহিলার শরীর। তবে স্কুটি চালক বাঁদিকে পড়ে যাওয়ায় তার সেরকম কিছু হয়নি। এরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এলাকায়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে এলাকাজুড়ে। খবর পেয়ে এলাকায় ছুটে যান ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। তার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশকে দেখে স্থানীয়রা ডাম্পার চলাচল বন্ধ করার জন্য বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় ১ বাসিন্দা জানিয়েছেন, কিছুদিন আগেই ধূপগুড়ির ঝুমুর এলাকায় পাথর বোঝাই লরির নিচে চাপা পড়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। তারপরে কিছুদিন চলে ধরপাকড়। কিন্তু কিছু দিন যেতে না যেতেই সেই আগের চেহারায় বেপরোয়াভাবে ওভারলোডিং ডাম্পার ছুটছে রাজ্যের বিভিন্ন সড়ক এবং জাতীয় সড়ক দিয়ে। তার খেসারত দিতে হচ্ছে পথচলতি সাধারণ মানুষকে। নদী থেকে বালি তুলে তা পাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। প্রশাসনের সামনে এবং পুলিশের হাত থেকে বাঁচতে এবং কম সময়ে বেশি করে বালি গন্তব্যস্থলে পৌঁছানোর তাগিদেই দ্রুত গতিতে রাস্তা দিয়ে ছুটছে মৃত্যুদুত ডাম্পার। আর তাতেই এবার প্রাণ গেল এক মহিলার।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm