Written By দেবাশিস সেনগুপ্ত
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলির স্বাধীকারে হস্তক্ষেপের অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। আন্তর্জাতিক স্তরে অনলাইন প্রশিক্ষণ,আলোচনাসভা ইত্যাদি আয়োজন সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশ্যে বিধিনিষেধ আরোপ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের জারি করা এক নির্দেশিকার কথা চিঠিতে উল্লেখ করে মুখ্যমন্ত্রী তার সমালোচনা করেন ও নির্দেশিকা প্রত্যাহারেরও দাবি জানান। চিঠিতে তিনি আরও লেখেন , কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এমন কিছু নির্দেশিকা জারি করেছে যার জেরে বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক স্তরে অনলাইন কর্মসূচিতে সামিল হতে পারছেনা। রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বড় ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে অভিযোগ করেছেন। তিনি লেখেন ,শিক্ষা সংবিধানে রাজ্য ও কেন্দ্রের যৌথ অধিকারের তালিকায় রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারগুলির মতামত না নিয়ে তাঁদেরকে না জানিয়ে কেন্দ্র অনলাইন শিক্ষার ওপর বিধিনিষেধ জারি করতে পারেনা। বর্তমান সময়ে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য এধরনের অনলাইন শিক্ষার ব্যবস্থা প্রযুক্তির আশীর্বাদ হিসেবে উঠে এসেছে। যার সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার এধরনের নির্দেশিকার মাধ্যমে আদতে এক দেশ এক ভাবনার প্রসার ঘটাতে চাইছেন কিনা তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন। এই নিষেধাজ্ঞা কার্যত কেন্দ্র-রাজ্য সম্পর্কের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে দাবি করে অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm