আবার হার। ডানেডিনে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৪ রানের জন্য হারতে হল অস্ট্রেলিয়াকে। এই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ব্যাট হাতে এদিন মারকাটারি ইনিংস খেলেন মার্টিন গাপটিল ও জিমি নিশাম।
ওপেন করতে নামা গাপটিল মাত্র ৩ রানের জন্য এই ফর্ম্যাটে তাঁর তিন নম্বর শতকটি করতে পারলেন না। কিন্তু সেই ৯৭ রানের ইনিংস গড়েন মাত্র ৫০ বলে। তাতে ছিল ৬টি চার আর ৮টি ছক্কা হাঁকান। এতদিন টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার মালিক ছিলেন ভারতের রোহিত শর্মা। এদিন এই ৮ টি ছক্কার দাপটে পয়লা নম্বরে এখন নিউজিল্যান্ডের গাপটিল।
পাশাপাশি ৩৫ বলে ৫৩ রান করেন অধিনায়ক উইলিয়ামসন। তাতে ছিল-২টি চার ও ৩ ছক্কা। এরসঙ্গে যোগ হয় মাত্র ১৬ বলে ৪৫ রানের জিমি নিশামের ঝড়ো ইনিংস । তিনি ১ টি চার ও ৬ টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত রয়ে যান।
অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন কেন রিচার্ডসন।
এছাড়া একটি করে উইকেট নেন স্যামস, জাই রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা।
জয়ের লক্ষ্যে রান তাড়া করতে নেমে ম্যাথু ওয়েড ভালোই শুরু করেন। কিন্তু ১৫ বলে ২৪ রানেই শেষ হয়ে তাঁর ইনিংস। দাপটে ব্যাট করতে পারেননি অধিনায়ক অ্যারন ফিঞ্চও (১৪ বলে ১২ রান)। ৪৫ রান করে ফিরে যান জশ ফিলিপ।
এরপর অ্যাস্টন অ্যাগার এবং মিচেল মার্শ শূন্যরানে ফেরেন। পরাজয় নিশ্চত হয়ে যাচ্ছিল।
কিন্তু সপ্তম উইকেট জুটি দলকে নতুন করে ম্যাচে ফিরিয়ে আনে। জয়ের স্বপ্ন দেখায় মারকোস স্টয়নিস এবং ড্যানিয়েল স্যামস। মাত্র ৩৭ বলে ৯২ রানের পার্টনারশিপে জয়ের দোরগোড়ায় প্রায় পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ মুহূর্তের এই লড়াই থামিয়ে দেন কিউই অলরাউন্ডার নিশাম। এই দুজন ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন তিনি। আউট হওয়ার আগে ১৫ বলে ৪১ রান করেন স্যামস। আর স্টোনিস করেছেন ৩৭ বলে ৭৮ রান। শেষে দুই রিচার্ডসন যথাক্রমে ৪ এবং ০ রানে অপরাজিত থেকে যান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে অ্যারন ফিঞ্চ বাহিনী। হার মানে মাত্র ৪ রানে।
25th February, 2021 04:50 pm
সিরিজে ২-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ছবিঃসৌ-টুইটার।