Written By শৌভিক পাণ্ডা
বাংলা সহ ৪ রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে আজ অর্থাৎ শুক্রবার। বিকেল সাড়ে ৪টে নাগাদ সাংবাদিক সম্মেলন করে ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এমনটাই দাবি কমিশন সূত্রের। তবে, সরকারি ভাবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গের ভোট সংক্রান্ত ফাইনাল রাউন্ডের রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৃহস্পতিবার তিনি বৈঠক করেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশের উচ্চ কর্তাদের সঙ্গে। তার পরেই ভোট সংক্রান্ত চূড়ান্ত পর্বের এই রিপোর্ট দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের কাছে পাঠালেন তিনি। করোনা অতিমারির মধ্যে বিহার নির্বাচনের পর এত বড় ভোট দেশে হয়নি। বিকেলে বিজ্ঞান ভবনে বৈঠক করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বিহার মডেলে ৬ থেকে ৭ দফায় ভোট হতে পারে বাংলায়। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, তা থেকে জানা গিয়েছে, এপ্রিল থেকে মে মাসের মধ্যেই এই ৫ রাজ্যে নির্বাচন সম্পন্ন হবে।