Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ব্যাক ভলিতে গোল করছেন চেলসির অলিভার জিরু। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে।
ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের চ্যাম্পিয়ন হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। শেষ দিকে বিস্ময়করে ভাবে ব্যর্থ না হলে পেপ গুয়েরদিওলার ম্যাঞ্চেস্টার সিটির চ্যাম্পিয়ন হওয়া কেউ আটকাতে পারবে না। কিন্তু এখন পযর্ন্ত তাদের ট্রফি ক্যাবিনেটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা নেই। সেই লক্ষ্যে বুধবার ম্যাঞ্চেস্টার সিটি প্রিকোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হারাল বরুসিয়া মনশেনগ্লাডবাখকে। কোভিডের জন্য এই ম্যাচটি স্থানান্তরিত হয়ে অনুষ্ঠিত হল বুদাপেস্টে। ম্যাচের ২৯ মিনিটে বার্নেদো সিলভার গোলে এগিয়ে যায় সিটি। ৬৫ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস ২-০ করেন। গত রাতের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়ে দিল ইতালির আটালান্টাকে। নিজেদের মাঠে ১৭ মিনিটেই লাল কার্ড দেখে ফেলেন আটালান্টার রেমো ফাউলার। তা সত্ত্বেও জয়ের গোল পেতে মাদ্রিদকে অপেক্ষা করতে হয় ৮৬ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত ফের্নান্দো মেন্ডি গোল করে জিনেদিন জিদানের টিমকে জেতান।
মঙ্গলবার গত বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ অ্যাওয়ে ম্যাচে ৪-১ গোলে হারাল ইতালির লাজিওকে। প্রথমার্দ্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৯ মিনিটেই রবার্ট লেবানডোস্কি প্রথম গোলটি করেন। ২৪ মিনিটে ২-০ করেন জামাল মুসিয়ালা। মাত্র ১৮ বছর বয়সী মুসিয়ালা মিডফিল্ডার। ইংল্যান্ডের অনূর্ধ্ব ২১ দলের হয়ে খেললেও জামালের ইচ্ছে জার্মানির হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা। বায়ার্নের তৃতীয় গোলটি লেরয় সানের ৪২ মিনিটে। আর বিরতির পর দু মিনিট যেতে না যেতেই লাজিওর এফ আসেরবি নিজ গোলে বল ঢুকিয়ে দেন। ৪৯ মিনিটে জে কোরিয়া ১-৪ করেন।
মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে জয় পেল চেলসিও। আটলেটিকো মাদ্রিদকে তারা ১-০ গোলে হারাল। ৬৮ মিনিটে ব্যাক ভলি থেকে চমৎকার গোল করলেন ফরাসি তারকা অলিভার জিরু।
23rd April, 2021 09:27 am
23rd April, 2021 08:16 am
22nd April, 2021 08:17 pm
22nd April, 2021 06:50 pm