Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বাংলাকে হারানোর পিছনে সৌরাষ্ট্র আধিনায়ক জয়দেব উনাদকাটের বড় ভূমিকা ছিল।--ফাইল ছবি।
বিজয় হাজারে ট্রফিতে বাংলার হার চলছেই। চণ্ডীগড়ের কাছে হারের পর বৃহস্পতিবার বাংলা হেরে গেল সৌরাষ্ট্রের কাছে। গত বছর রঞ্জি ফাইনালে যথেষ্ট লড়াই করে বাংলা হেরে গিয়েছিল সৌরাষ্ট্রের কাছে। এবার করোনার জন্য রঞ্জি ট্রফি বাতিল হয়ে গেছে। তাই সেই হারের বদলা নেওয়ার জন্য বিজয় হাজারে ট্রফিতে সুযোগ ছিল বাংলার। কিন্তু তারা শুধু হারলই না। বলা যেতে পারে গোহারা হারল। সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে টস জিতে বাংলা ফিল্ডিং নিল। কারণ সকালের দিকে পিচে স্যাঁতসেতে ভাব থাকে। সেটাকেই কাজে লাগানোর জন্য ফিল্ডিং। কিন্তু বাংলার বোলারদের নির্দয়ভাবে পিটিয়ে সৌরাষ্ট্র তুলল ৩২৪-৯। জবাবে বাংলা ৩৭ ওভারেই শেষ হয়ে গেল। রান করল ১৭৫ এবং হেরে গেল ১৪৯ রানে।
সকালে পঞ্চাশ ওভারে সৌরাষ্ট্রর ৩২৪ রান তোলার পিছনে ছিল অর্পিত ভাসাভাদার ৫৯ বলে ৯১ রান। আর অভি বারুত করেন ৮৩। সল্ট লেকের মাঠ ছোট। তাই এই রান তাড়া করে যে জেতা যায় না, তা নয়। কিন্তু বাংলার ইনিংসে একটা অর্দ্ধ শতরানও নেই। সর্বোচ্চ রান অভিমন্যু ঈশ্বরণের ৪৪। সৌরাষ্ট্র আধিনায়ক জয়দেব উনাদকাট ৪৬ রানে তিন উইকেট নিয়ে বাংলার ইনিংসে ফাটল ধরান। তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই হেরে বাংলা এবারের বিজয় হাজারে ট্রফি থেকে কার্যত বিদায় নিল।
23rd April, 2021 09:27 am
23rd April, 2021 08:16 am
22nd April, 2021 08:17 pm
22nd April, 2021 06:50 pm