Written By আশিস চট্টোপাধ্যায়
আগামীকাল রবিবার বাম কংগ্রেসের ডাকা ব্রিগেডের সভায় কি হাজির হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য? শনিবার সকাল পর্যন্ত সে ব্যাপারে নিশ্চিত নন সিপিএম নেতারা। দলীয় সূত্র থেকে জানা যাচ্ছে, রবিবার সকালে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বুদ্ধবাবুর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারবাবুরা। স্বশরীরে না আসতে পারলে লিখিত বার্তা বা রেকর্ড করা ভাষণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
জ্যোতি বসুর মৃত্যুর পরে সিপিএম তথা বাম শিবিরের সবথেকে জনপ্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য বেশ কয়েক বছর ধরে গুরুতর অসুস্থ। কিছুদিন আগেও হাসপাতাল ঘুরে আসা এই প্রবীণ নেতা চার-পাঁচ বছর ধরেই ঘরবন্দি। গত বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে সিপিএমের বড় সমাবেশ হয়েছিল ২০১৫ সালের ২৭ ডিসেম্বর। সেই সভায় প্রধান আকর্ষণ ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষণ।
২০১৬ সালে নির্বাচন চলাকালীন পার্ক সার্কাস ময়দানে রাহুল গান্ধীর সঙ্গে বুদ্ধবাবুর সভা বাম শিবিরে অন্যতম মাইলস্টোন।
২০১৯-এর লোকসভা ভোটের আগে ৩ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ করেছিল বামফ্রন্ট। সেবার বুদ্ধদেব এসেছিলেন, তবে গাড়ি থেকে নামতে পারেননি অসুস্থতার কারণে। বলে গিয়েছিলেন, সমাবেশের সমর্থন যেন ভোটে প্রতিফলিত হয়। বাম শিবিরের দুর্ভাগ্য, তা হয়নি।
রাজ্যবাসীর অনেকেরই মত, সুস্থ, সংস্কৃতিবান রাজনীতির অন্যতম মুখ বুদ্ধদেব ভট্টাচার্য। তাই তাঁকে নিয়ে বাম শিবিরের উৎসাহ অটুট। বুদ্ধদেবের ঘনিষ্ঠ মহল জানাচ্ছেন, শরীর অসুস্থ হলেও মন ও মেধা আগের মতই সজাগ। কিন্তু শেষ পর্যন্ত ময়দানে গিয়ে দাঁড়াবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে রবিবার দুপুর পর্যন্ত।