Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বাইশ বছর পেরিয়ে ফের একবার সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় বড়পর্দায় হাজির হবেন অজয় দেবগন। বনশালির পরিচালনায় শেষবার অজয় অভিনয় করেছিলেন মতো সুপারহিট ছবি ' হাম দিল দে চুকে সনম '-এ। এই ছবির সৌজন্যেই পরিচালকের মুনশিয়ানা এবং অজয়ের অভিনয়ের তারিফে মুখর হয়েছিলেন দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকের দল। তবে এরপর বিভিন্ন কারণে আর জুটি বাঁধেনি বনশালি-অজয়। তবে এবার ' গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ' ছবিতে ফের একবার বনশালির পরিচালনায় দর্শকদের সামনে আস্তে চলেছেন অজয়। শনিবার সকালেই ' গঙ্গুবাঈ '-এর সেটে হাজির হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। এদিনই তিনি আলিয়ার সঙ্গে কয়েকটি সিকোয়েন্সের শ্যুট সারবেন বলে জানা গেছে। শ্যুটিং ইউনিট ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে ' গঙ্গুবাঈ '-এ অজয় অভিনীত চরিত্রটির স্ক্রিন স্পেস অপেক্ষাকৃত কম সময়ের জন্য হলেও ছবির গল্পে নিরিখে তা ভীষণ গুরুত্বপূর্ণ। চলতি বছরের ৩০ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ' গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ।
ওদিকে ' গঙ্গুবাঈ '-এর সেট থেকে সামনে আসা একটি ছবিতে দেখা যাচ্ছে মন দিয়ে অজয় তাঁর দৃশ্যের চিত্রনাট্যে চোখ বোলাচ্ছেন। পাশে দাঁড়িয়ে বনশালি মৃদুভাবে তাঁকে কিছু নির্দেশ দিচ্ছেন। বলাই বাহুল্য,সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই এই ছবি হয়েছে ভাইরাল।