Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মুম্বইকে হারানোর জন্য মোহনবাগানের ভরসা রয় কৃষ্ণ।--ফাইল ছবি।
রবিবার গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এবারের আই এস এল-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে মুম্বই সিটি এফ সি। এই ম্যাচই ঠিক করে দেবে সামনের বছর এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগে কোন দল খেলবে। ১৯ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৪০। আর মুম্বইয়ের ৩৭। মোহনবাগান যদি ড্র করে তাহলে তারাই লিগ চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগে। আর যদি মুম্বই যেতে তাহলে তাদের পয়েন্ট ৪০ হলেও প্রথম লেগে মোহনবাগানকে ১-০ গোলে হারানোর জন্য তারাই যাবে চ্যাম্পিয়ন্স লিগে।
মুম্বইয়ের স্প্যানিশ কোচ সের্গেই লোবেরার কাছে লিগ চ্যাম্পিয়ন হওয়া নতুন কিছু নয়। গত বছর তিনি যখন এফ সি গোয়ার কোচ ছিলেন তখন লিগ চ্যাম্পিয়ন করেছিলেন তাঁর দলকে। কিন্তু এ বছর ম্যানেজমেন্টের সঙ্গে মতনৈক্য হওয়ায় তিনি দায়িত্ব নিয়েছেন মুম্বইয়ের। এবং লিগের শেষ ম্যাচ পর্যন্ত জিইয়ে রেখেছেন লিগ জয়ে আশা। তবে মুম্বই যেভাবে শুরু করেছিল তাতে তাদের শেষ ম্যাচ অবধি অপেক্ষা করার কথা নয়। আনেক আগেই তারা লিগ জিতে যেতে পারত। কিন্তু গত চারটে ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভে বঞ্চিত হওয়ায় এখন তাদের শেষ ম্যাচে না জিতে উপায় নেই। তবে শেষ ম্যাচে তারা ওড়িশা এফ সি-কে ৬-১ গোলে হারিয়ে আবার লড়াইয়ে ফিরে এসেছে। তাদের ভারতীয় মিডফিল্ডার বিপিন সিং এবারের টুর্নামেন্টের একমাত্র হ্যাটট্রিকটা করেছেন।
মুম্বই যে তাদের পূর্ণ শক্তি নিয়ে নামবে তা নয়। তাদের মিডফিল্ডার হুগো বৌমো এখনও সাসপেনশনে আছেন। তাঁকে পাচ্ছে না মুম্বই। হুগো শুধু গোল করেননও না, করানও। বলা যেতে পারে তিনিই দলের গেমমেকার। তাঁর অনুপস্থিতিতে মুম্বই তাকিয়ে আছে দুই স্ট্রাইকার অ্যাডাম লে ফন্ড্রে এবং বার্থোলোমিউ ওগবেচের উপর। দুজনেই বয়স্ক। ইংলিশ স্ট্রাইকার লে ফন্ড্রের বয়স ৩৪ আর নাইজিরিয়ান স্ট্রাইকার ওগবেচের বয়স ৩৫। তবে তাঁর দুজনেই গোলের মধ্যে আছেন। লে ফন্ড্রে গোল করেছেন ১১টি আর ওগবেচে ৭টি। এদের সঙ্গে গোলে অমরিন্দর সিং, ডিফেন্সে মোর্তাদা ফল, সাই গডার্ড, মন্দার রাও দেশাই. মাঝ মাঠে আহমেদ জাহৌ, বিপিন সিং, রেইনার ফার্নান্ডেজ, জ্যাকিচাঁদ সিং মিলিয়ে মুম্বই সিটিকে একটা শক্তিশালী টিম হিসেবে তৈরি করেছে। আর এদের পিছনে তো লোবেরার মস্তিষ্ক আছেই।
রবিবাসরীয় সন্ধ্যায় স্প্যানিশ কোচ লোবেরার মগজাস্ত্রের সঙ্গে লড়াই আরেক স্প্যানিশ কোচ আন্তোনিও হাবাসের। হাবাসের খ্যাতি বা অখ্যাতি ডিফেন্সিভ কোচ হিসেবে। এবং তাতেই তিনি গত ছয় ম্যাচে অপরাজিত। বিশেষ করে গত ম্যাচে হায়দরাবাদ এফ সি-র কাছে হারতে হারতে ২-২ করেছে তাঁর ছেলেরা। ডিফেন্সিভ কোচের তকমা পিঠে লাগলেও হাবাসের স্ট্রাইকার রয় কৃষ্ণই এখন লিগের টপ স্কোরার। ১৪টি গোল করেছেন তিনি উনিশটি ম্যাচে। ম্যাচের যে কোনও সময় গোল করতে পারেন কৃষ্ণ। বিশেষ করে ম্যাচের যত বয়স বাড়ে কৃষ্ণর খেলা তত ক্ষুরধার হয়। তবে তিনি তো একা নন। তাঁর সঙ্গে গোল করার লোক হিসেবে আছেন ডেভিড উইলিয়ামস, মনবীর সিং এবং শেষ দিকে দলের সঙ্গে যোগ দেওয়া ব্রাজিলিয়ান মার্সেলিনহো। এই চারজনের সম্মিলিত স্ট্রাইকিং পাওয়ার ডিফেন্সিভ কোচকে অ্যাটাকিং ফুটবল খেলতে প্রলুব্ধ করছে। এবং তিনি এই চারজনকেই শুরু থেকে নামিয়ে দিচ্ছেন। রবিবারও হয়তো দেবেন।
হাবাসের ডিফেন্সকে এবারের লিগের সেরা আখ্যা দেওয়া যায়। গোলে অরিন্দম ভট্টাচার্য হয়তো সেরা গোলকিপারের ট্রফিটাও পাবেন। চার ডিফেন্ডার প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গন, তিরি এবং শুভাশিস বসুর কম্বিনেশন যেন একটা পাহাড়ের মতো। এদের টপকে যদি আপনি এগোতেও পারেন সামনে থাকবেন অরিন্দম, যাঁকে টপকানো খুবই মুশকিল। মাঝ মাঠে কার্ল ম্যাকহিউ, এডু গার্সিয়া এবং জাভি হার্নান্ডেজের মধ্যে হহতো শুরু করবেন ম্যাকহিউ-ই। তাঁর পাশে কোন ভারতীয় খেলেন তাই এখন দেখার।
মোহনবাগান প্লেয়াররা বলেই দিয়েছেন, তাঁরা ড্রয়ের মানসিকতা নিয়ে খেলবেন না। জেতাই তাদের লক্ষ্য। এটাই চ্যাম্পিয়নদের মানসিকতা। তবে মুম্বই তাদের ছেড়ে কথা বলবে বলে মনে হয় না। তাই রবিবার সব অর্থেই একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখার আশা করা যেতেই পারে। যেই জিতুক সেটা সহজ হবে না।
23rd April, 2021 09:27 am
23rd April, 2021 08:16 am
22nd April, 2021 08:17 pm
22nd April, 2021 06:50 pm