Written By সঞ্জীত চক্রবর্তী
বসিরহাটের টাউন হল চত্বরে ইছামতী নদীর পাড় ঘেঁষে আলোর ঝর্ণা উদ্যানে বসিরহাট মহকুমা ভাষাচর্যা পরিষদ ও শ্রাবস্তীর উদ্যোগে শুরু হল লিটল ম্যাগাজিন মেলা। ষষ্ঠ বর্ষে পদার্পণ করা এই মেলা চলবে ৩ দিন। যেখানে বসিরহাটের সংস্কৃতি প্রিয় মানুষদের জন্য থাকছে শিল্প-ভাস্কর্য্য ও চিত্র প্রদর্শনী, দিল্লী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পুস্তক-পত্রিকার ৫৬টি স্টল। মেলার ৩দিন সন্ধ্যায় সমবেত শিল্প প্রিয় মানুষদের সামনে মঞ্চস্থিত হবে নৃত্যানুষ্ঠান, কবি সম্মেলন, কবিতা , আবৃত্তি, বাউল সঙ্গীত প্রভৃতি। মেলা উদ্বোধন করেন বসিরহাট মহকুমা ভাষাচর্যা পরিষদের সভাপতি গৌতম চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক সুশান্ত গায়েন, পবিত্র নন্দী, শ্রাবস্তীর সম্পাদিকা সোনালী শীল, বিশিষ্ট হস্তশিল্পী ইলা অধিকারী ও অন্যান্য বিশিষ্ট জনেরা। দিব্যাঙ্গদের শিল্পকলাএই লিটল ম্যাগাজিন মেলাকে এক অন্য মাত্রা দিয়েছে। মেলার চিত্র প্রদশনী দেখে ভিন রাজ্য থেকে আসা প্রকাশকরাও অভিভূত।