Written By পবিত্র বন্দ্যোপাধ্যায়
সোমবার রাতে পুলিশ ভ্যান ও মোটরবাইক সংঘর্ষে ১যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। অন্য ১যুবক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে আসানসোলের ট্রাফিক মোড়ের সামনে জি টি রোডের ওপর। স্থানীয় সূত্রে খবর, আসানসোল দক্ষিণ থানার ১টি অবৈধ গাড়ি ধরার জন্য দিকে দাঁড়িয়ে ছিল পুলিশের ১টি ভ্যান। কিন্তু হঠাৎ করে পুলিশের গাড়িটি নিয়ে যাওয়ার সময় অন্যদিক থেকে আসা ১বাইকের ধাক্কা লাগে। বাইকে থাকা ২জন আরোহী ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে পড়ে যান ও ঘটনাস্থলেই বিকাশ ঘোষ (২৬ ) নামে ১যুবকের মৃত্যু হয়। বাইকে থাকা অন্যজন ওম তিওয়ারিকে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুরের ১টি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ২ যুবক আসানসোলের সুকান্ত ময়দান এবং রাঙানিয়া পাড়ার বাসিন্দা। বলে জানাযায়। এই ঘটনায় উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। উত্তেজিত জনতাকে সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরে উত্তেজিত জনতাকে বুঝিয়ে রাস্তা ফাঁকা করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, “পুলিশ গাড়ি চেক করার নামে এই এলাকায় টাকা তোলে। এই তোলাবাজির জন্য একজন নিরীহ মানুষের প্রাণ গেল।” এলাকার মানুষ পুলিশের গাড়ির চালককে গ্রেফতারের দাবি জানায়।।