Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ছবিঃসৌ-টুইটার।
এশিয়ার কোনও ক্রিকেটার হয়ে সেঞ্চুরি করলেন ইনস্টাগ্রামে। ১০০ মিলিয়ন ফলোয়ার এখন বিরাট কোহলির! এরপর অপেক্ষা ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মাঠের সেঞ্চুরির। এমনভাবে সোশ্যাল মিডিয়ায় সাফল্য পেয়ে "ধন্যবাদ" সকলকে। আর তার ২৪ ঘন্টা পরই পাশে দুই অচেনা মুখের মানুষকে সঙ্গে নিয়ে তোলা ছবি পোস্ট করলেন কোহলি। শুধু ছবি পোস্ট করাই নয়, কোহলি লিখেছেন - এই দু'জন তাঁকে এবং গোটা ভারতীয় দলের ক্রিকেটারদের জীবন "দুর্বিষহ" করে দিয়েছেন। মানে! এঁরা কারা? একজনের নাম -নিক ওয়েবি। অন্যজন-সোহম দেশাই। তাঁদের খুব একটা চেনেন না কেউ। চিনিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক ওয়েবি এবং সোহম দেশাইয়ের সঙ্গে ছবি দিলেন টুইটারে। তবে ছবির ক্যাপশনে এই দুজন সম্পর্কে খুব একটা ভালো কিছু লেখেননি তিনি। মজা করেই কোহলি বলেছেন, এই দুজন তাঁদের (ক্রিকেটারদের) জীবন নাকি দুর্বিষহ করে তুলেছেন। ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে আগামী বৃহস্পতিবার। তার আগে কোহলির টিম ইন্ডিয়াকে কড়া অনুশীলন করিয়ে চলেছেন-ওয়েবি এবং দেশাই। এই দুজনের সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে কোহলি লিখেছেন, " জিমে এই দুজন আমাদের জীবন কঠিন করে তোলেন। তবে তার জন্যই মাঠে আমাদের জীবন সহজ হয়ে য়ায়।" এর আগে ভারতীয় দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেও ওয়েবির সঙ্গে ছবি টুইটারে পোস্ট করেন। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই ম্যাচে ভারতকে জিততে হবে অথবা ড্র করতে হবে। ভারত হারলেই ফাইনালে উঠে যাবে অস্ট্রেলিয়া।