Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে পারেনি এটিকে মোহনবাগান। কিন্তু গত বার তারা আই লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। তাই এ বছর তারা এ এফ সি কাপে খেলবে। মোহনবাগান চেয়েছিল কলকাতায় ডি গ্রূপের ম্যাচগুলি করতে। কিন্তু এ এফ সি তাতে সায় না দিয়ে ম্যাচগুলি দিয়েছে মলদ্বীপে। মোহনবাগানের সঙ্গে খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস, মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। এদের সঙ্গে সাউথ জোনের প্লে অফ-এ বিজয়ী দল। এত দিন এই টুর্নামেন্ট হত হোম আ্যান্ড অ্যাওয়েতে। কিন্তু এবার করোনার জন্য সব ম্যাচই হবে একটা ভেন্যুতে। এখন দেখার এ এফ সি কাপে আন্তোনিও হাবাসের দল কত দূর এগোতে পারে।
23rd April, 2021 09:27 am
23rd April, 2021 08:16 am
22nd April, 2021 08:17 pm
22nd April, 2021 06:50 pm