Written By কল্যাণ চন্দ্র
তুলোর গোডাউনে আগুন ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বহরমপুরের ১টি বাজারের মধ্যে থাকা তুলোর গোডাউনে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে বহরমপুরের জলটাঙ্কি মোড়ের কেএনরোডের দোতলায় ১টি তুলার গোডাউনে হঠাৎ করে আগুন লেগে যায়। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে এলাকার মানুষজন খবর দেয় দমকলে। দমকলের ২টি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ১ ব্যবসায়ী জানিয়েছেন, মঙ্গলবার বহরমপুর শহরের সমস্ত দোকান বন্ধ থাকার কারণে ওই দিন কোন দোকানদার ছিলেন না। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে দমকল চলে আসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় নি বাজার এলাকায় যা হয়েছে গোডাউনে হয়েছে। কারন আগুন ছড়িয়ে পড়লে পুরো বাজার এলাকার ক্ষতি হয়ে যেত। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে।