Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ছবিঃ সৌ-টুইটার।
বিরাট কোহলি অনেক আগেই পিতৃকালীন ছুটি চেয়ে রেখেছিলেন ভারতীয় বোর্ডের কাছে। কিন্তু বুমরাহ? বোর্ডকে কি আগেই জানিয়ে রেখেছিলেন -তাঁর বিয়ে! নাকি হঠাৎ ঠিক হয়ে গেল দিনক্ষণ! তাই কি চতুর্থ টেস্টে ছুটি নিয়ে নয়া ইনিংসটি খেলতে গেলেন? ভারতীয় টিমের অন্দরমহলে কান পাতলেই জানা যাচ্ছে " ব্যক্তিগত" কারণটি হল বুমরাহের নয়া জীবন। জনপ্রিয় তেলেগু অভিনেত্রী রাশি খান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের পেসার জসপ্রীত বুমরাহ। আর সেই বিবাহের প্রস্তুতির কারণেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তৃতীয় টেস্টের পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ডানহাতি পেসার। বোর্ডের কাছে ব্যক্তিগত কারণে ছুটি চেয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু সঠিক কী কারণে এই স্পিডস্টার ছুটি নিয়েছেন সামনে আসছিল না কিছুতেই। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র মারফৎ দাবি করা হয়েছে, বিবাহ প্রস্তুতির কারণেই শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বুমরাহ। এটা নাকি সিরিজে ভারত এগিয়ে যাওয়ায়। বুমরাহ নাকি বিয়ে করতে চলেছেন জনপ্রিয় তেলেগু অভিনেত্রী রাশি খান্নাকে। হিন্দি ছবি ‘মাদ্রাস ক্যাফে’তে এই অভিনেত্রী বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘বিসিসিআইয়ের একটি সূত্র তাদের নিশ্চিত করেছেন শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। সেই কারণেই চতুর্থ টেস্টের আগে তিনি ছুটি চেয়ে নিয়েছেন।’ পিঠের চোটের কারণে ২০১৯ সালের শেষ কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামে ছিলেন বুমরাহ। ২০২০ সালের জানুয়ারিতে ক্রিকেটে ফিরলেও লকডাউনের কারণে স্তব্ধ হয়ে যায় ক্রীড়াবিশ্ব। এরপর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে শিরোপা জিতেই বুমরাহ উড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরে। সেখানে টেস্ট সিরিজে তিন ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক ছিলেন ২৭ বছর বয়সী এই সফল পেসারটি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে আমেদাবাদে স্পিন সহায়ক পিচই হতে চলেছে। ব্যাটসম্যানদের সাহায্য মিলতে পারে। এমনটাই বলেছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। এর অর্থ পেসারদের বড় কিছু করার থাকবে না। তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ঈশান্ত আর বুমরাহকে একটি ওভারও বল করানো হয়নি। চতুর্থ টেস্টে ঈশান্তের নয়া বলের সঙ্গী কি আদৌ কোনও পেসার হবে? যদি তা হয়-তাহলে দ্বিতীয় টেস্টে খেলা সিরাজ, নাকি চোট সারিয়ে ফেলা অভিজ্ঞ উমেশ? নাকি এক পেসার আর ব্যাটসম্যান বাড়িয়ে খেলার ভাবনা?