Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ফাইল ছবি
শেষ বিধানসভা নির্বাচনে অর্থাৎ ২০১৬ সালে প্রতি জেলার জন্য একজন করে পুলিশ অবজারভার ছিলেন। কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনে প্রতি জেলায় পুলিশ অবজারভারের সংখ্যা বাড়িয়ে করা হল তিনজন। এছাড়াও বাড়ছে সাধারণ পর্যবেক্ষকদের সংখ্যা। গত বিধানসভা নির্বাচনে দুটি বিধানসভার দায়িত্ব সামলিয়েছিলেন একজন পর্যবেক্ষক, কিন্তু আগামী বিধানসভায় প্রত্যেক বিধানসভা পর্যবেক্ষণ করবেন ২জন সাধারণ পর্যবেক্ষক। নির্বাচন কমিশন অবজারভারদের সঙ্গে এক বৈঠকে নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ডিএম এবং এসপিদের অথবা পুলিশ আধিকারিককে উপস্থিত থাকতে হবে, সে ক্ষেত্রে কোনো রকম পক্ষপাতিত্ব করা যাবে না। কমিশনের সূত্র মারফত আরও জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন স্পেশাল জেনারেল অবজারভার অজয় ভি নায়ক, স্পেশাল পুলিশ অবজারভার মৃণালকান্তি দাস, বিবেক দুবে এবং স্পেশাল এক্সপেন্ডিচার অবজারভার বি মুরলি কুমারের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোন রকম ভাবে অপ্রীতিকর ঘটনা এবং কোনভাবেই যাতে হিংসা ছড়িয়ে না পড়তে পারে তার ওপর আগামীকালের বৈঠকে নির্দেশ দেওয়া হতে পারে এবং চূড়ান্ত গাইডলাইন দিতে পারে নির্বাচন কমিশন। আগামী ৬ মার্চ তাঁরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে কমিশন সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশন যে এবার বিধানসভা নির্বাচনকে সুষ্ঠ এবং শান্তিপূর্ণ রাখতে চাইছে তা এই সব ব্যবস্থা দেখেই সহজেই অনুমেয়।