Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ভোটের মুখে স্বস্তিতে রইলো রাজ্য সরকার। প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর বৃহস্পতিবার স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। যার ফলে এবার রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপাতত আর কোনও বাধা রইল না। আদালত জানিয়েছে, আপাতত নিয়োগ প্রক্রিয়া চলতে পারে।
উল্লেখ্য, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমে নিষেধাজ্ঞা জারি করেন। তাঁর রায়ে বলা হয়েছিল, প্রার্থীদের মেধাতালিকায় অস্বচ্ছতা রয়েছে। সেই কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হোক। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতেই বৃহস্পতিবার এই নতুন নির্দেশ দিয়েছে আদালত।
এদিন বিচারপতি সৌমেন মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আপাতত নিয়োগ প্রক্রিয়া চলতে পারে। স্টেট বোর্ড অফিস, কাউন্সিল অফিস ও ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফিসে চাকরি প্রার্থীদের তালিকা টাঙানোর কথা বলা হয়েছে। এই নির্দেশ দেওয়া হয়েছে প্রার্থীদের কথা ভেবেই। যাতে তাঁরা নিজেদের নাম ও পরীক্ষার প্রাপ্ত নম্বরের সবিস্তার তথ্য সেখানে দেখতে পান।