Written By দীপঙ্কর গুহ
ছবিঃসৌ-টুইটার।
আবার একটি টেস্ট ম্যাচের প্রথমদিন-চলে গেল ১১ টি উইকেট। কিন্তু ৯০ ওভারে উঠল ২২৯ রান। ওভার পিছু ২.৫ রান। সেই আমেদাবাদের উইকেট। যেখানে আগের টেস্টটি দু'দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। সেই টেস্টে প্রথমদিন বোলাররা তুলে নিয়েছিল ১৩ টি উইকেট। সেই বিজোর সংখ্যা। ইংল্যান্ড এবার দুশো'র গন্ডি টপকে যেতে পারলো। সেই অক্ষর আর অশ্বিনের দাপট। কিন্তু কাজের কাজ করে দিয়েছে সিরাজ। রুটকে ফিরিয়ে। দিনের শেষে রোহিত ক্রিজে। সঙ্গী পূজারা। গিল তো আবার প্রথম ওভারে আউট। রুটদের এমন ব্যাটিং দেখে কেভিন পিটারসেনও বলেছেন- এটা ব্যর্থতা। উইকেটে স্পিন জুজু ছিল না। আরেক প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভন এবার টুইট করে লিখলেন, এবার আর অজুহাত চলবে না। আমেদাবাদে পিঙ্ক বলে দিন-রাতের টেস্টে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ইংল্যান্ড। দুইশ'র রানের কাছেই পৌঁছতে পারেনি দুই ইনিংসের একটিতেও। সিরিজের চতুর্থ এবং শেষ টেস্টে শুরুতে ব্যাটিং করে প্রথম ইনিংসে ২০৫ রানে থেমেছে রুটরা। শেষ টেস্টে প্রথম ইনিংসে দুইশ' রানের ঘরে গেলেও প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভনের মতে, ইংল্যান্ডের বৃহস্পতিবারের ব্যাটিং আগের চেয়েও বেশি খারাপ হয়েছে। ইংলিশরা এ ম্যাচেও ভারতের স্পিন ঠিক মতো সামলাতে পারেননি। শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল ও পেসার মহম্মদ সিরাজের দাপটের সামনে পড়ে ইংল্যান্ড। ৩০ রানে ৩ উইকেট হারায় । জ্যাক চার্লি ও ডমিনিক সিবলিকে তুলে নেন অক্ষর। এরপর জো রুটকে ফেরান সিরাজ। এরপর আশা দেখাচ্ছিলেন জনি বেয়ারস্টো। ২৮ রানে তিনিও আউট হন সিরাজের বলে। মিডল অর্ডারে অবশ্য বেন স্টোকস ও অলি পোপ দলকে অন্য কিছু ভাবাচ্ছিলেন। তারপর ড্যানিয়েল লউরেন্সও। কিন্তু রবিচন্দন অশ্বিন, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর একে একে তুলে নেন তাঁদেরও। বেন স্টোকস করেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান। অলি পোপ করেন ২৯ রান। লউরেন্সের ব্যাট থেকে আসে ৪৬ রান। ভারতের হয়ে তৃতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করা অক্ষর প্যাটেল নিজের তৃতীয় টেস্ট ইনিংস থেকেও তুলে নেন ৪ উইকেট। এছাড়া অশ্বিন তিনটি, সিরাজ দুটি এবং সুন্দর একটি উইকেট নেন। বোলাররা আবার সফল। রোহিত দিনের শেষে ১২ ওভারে চরিত্র বিরুদ্ধ ব্যাটিং করে ভীষণ রকম শান্ত। পৃজারা রান করতে ছাড়েননি। ব্যাটসম্যানরা এবার দলকে জেতাক।