Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
খালিদ জামিলের কোচিংয়ে দুর্দান্ত পারফর্ম করছে নর্থ ইস্ট ইউনাইটেড।--ফাইল ছবি।
একটা টিমের পারফরম্যান্স গ্রাফ ক্রমশ উর্দ্ধমুখী। আর আরেকটা টিমের সেই গ্রাফটা একটু হলেও নিম্নমুখী। শনিবার গোয়ায় সেই দুটো টিম মুখোমুখি হচ্ছে আই এস এল-এর প্লে অফ-এর প্রথম ম্যাচে। যে টিমটার খেলায় ক্রমশ উন্নতির লক্ষণ চোখে পড়ছে সেই নর্থ ইস্ট ইউনাইটেড খানিকটা আউটসাইডার হিসেবে উঠে পড়েছে প্লে অফ-এ। আর যে টিমটার খেলায় কিছুটা হলেও অবনতির ছাপ দেখা যাচ্ছে সেই এটিকে মোহনবাগান তিন বারের চ্যাম্পিয়ন। অভিজ্ঞতা তাদের বড় ভরসা। অতীত তাদের সঙ্গে। কিন্তু বর্তমান একটু হলেও ম্রিয়মান।
এবারের লিগে মোহনবাগান যা খেলেছে তাতে তাদের সমর্থকদের গর্বিত হওয়ারই কথা। এক সময়ে তারা লিগ চ্যাম্পিয়ন হয়ে এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন দেখছিল। সেই স্বপ্ন দেখাটা অযৌক্তিকও ছিল না। কারণ ১৯ ম্যাচের পরেও ৪০ পয়েন্ট নিয়ে সবার আগে ছিল আন্তোনিও হাবাসের টিম। শেষ ম্যাচে মাত্র একটা পয়েন্ট পেলেই কাঙ্খিত লক্ষ্যে পৌছে যেতে পারত তারা। কিন্তু মুম্বই সিটি এফ সি-র কাছে হারের ফলে সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। এবং ভাঙা মন নিয়ে তারা নিজেদের কতটা মোটিভেট করতে পারবে সেটাই প্রশ্ন। তার উপর শনিবার মোহনবাগান পাবে না তাদের এক নম্বর ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গনকে। মুম্বই ম্যাচে ১৯ মিনিটের মাথায় আহত হয়ে মাঠ ছাড়েন ঝিঙ্গন। এখনও তাঁর চোট সারেনি। প্রথম প্লে অফ-এ তাঁকে পাচ্ছে না মোহনবাগান। তবে মুম্বই ম্যাচে চোটের জন্য পাওয়া যায়নি শুভাশিস বসুকে। শনিবার তাঁকে পাওয়া যাবে। এখন দেখার হাবাস কি প্রীতম কোটাল, তিরি এবং শুভাশিসকে নিয়ে তিন ব্যাকে খেলবেন না কি সালাম রঞ্জন সিংকে ডিফেন্সে নামিয়ে চার ব্যাকে খেলবেন।
শুধু সন্দেশের চোটই নয়, মোহনবাগান কোচকে চিন্তায় রেখেছে ডিফেন্ডার তিরির ফর্মও। মুম্বই ম্যাচে তিনি এতটাই খারাপ খেলছিলেন যে বিরতিতে তাঁকে বসিয়ে দিতে হয়। আসলে মোহনবাগানের ফর্মটা নীচে নামতে শুরু করেছে হায়দরাবাদ এফ সি ম্যাচ থেকেই। সেই ম্যাচে দুবার পিছিয়ে পড়েও মোহনবাগান শেষ পর্যন্ত ২-২ করে সম্মান রক্ষা করতে পেরেছিল। তারপর মুম্বই ম্যাচে তো ভরাডুবি। তবে এত কথা হত না, যদি বাগানের প্রাণভোমরা রয় কৃষ্ণ সেই দুটো ম্যাচে নিজেকে জাহির করতে পারতেন। এবার ১৪ গোল করা কৃষ্ণ এই মুহূর্তে গোলদাতাদের শীর্ষে। তবে লিগের শেষ দিকে তাঁর খেলাতেও ভাঁটার টান। তাঁর সঙ্গী ডেভিড উইলিয়ামস, মনবীর সিং এবং মার্সেলিনহোর খেলায় ধারাবাহিকতার অভাব। টিমের এক নম্বর গেমমেকার এডু গার্সিয়া দীর্ঘ দিন চোটের জন্য বাইরে ছিলেন। ফিরে এসে এখনও নিজের সেরা ফর্মে ফিরতে পারেননি। সেট পিস থেকে গোল করা কিংবা করানোয় গার্সিয়া এখন সেই জায়গায় নেই, যা তাঁকে আলাদা করে চেনাতে পারছে, যা আগে পারত।
এদের সঙ্গে কার্ল ম্যাকহিউ কিংবা ভারতীয় লেনি রডরিগেসদের মামুলি পারফরম্যান্স মোহনবাগানকে নিজেদের জায়গা থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। আর তাদের শনিবারের প্রতিদ্বন্দ্বী নর্থ ইস্ট ইউনাইটেড যত দিন যাচ্ছে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রথম লেগে তারা মোহনবাগানের কাছে হেরেছিল। তখন তাদের কোচ ছিলেন স্প্যানিশ জেরার্ড নুস কাসানোভা। কিন্তু প্রত্যাশিত ফল না পেয়ে তাঁকে বাতিল করেন নর্থ ইস্ট কর্তারা। দায়িত্ব দেওয়া হয় ভারতীয় কোচ খালিদ জামিলকে। কলকাতার দুই প্রধানকেই কোচিং করিয়েছেন জামিল। আইজল এফ সি-কে আই লিগ চ্যাম্পিয়নও করেছেন। সেই জামিল মাঝ পর্বে দায়িত্ব নিয়ে নর্থ ইস্ট-কে টানা নয়টা ম্যাচে অপরাজিত রেখে তুলে দিয়েছেন প্লে অফ-এ।
তাঁর টিমেও ভাল প্লেয়ারের অভাব নেই। গোলে শুভাশিস রায়চৌধুরি খুবই ভাল খেলছেন। প্রথম দিকে তাঁর খেলায় কিছু ভুলভ্রান্তি হচ্ছিল। তবে পরের দিকে নিজেকে গুছিয়ে নিয়ে এখন তিনি দলের সম্পদ। ডিফেন্সে আশুতোষ মেহতা, ডিলান ফক্স, নিম দোর্জি-রা যথেষ্ট নির্ভরশীল। না হলে মোহনবাগানকে ২-১ গোলে হারালই বা কী করে? কিংবা টানা নটি ম্যাচ অপরাজিতই বা কী করে? মাঝ মাঠে ফেদেরিকো গালেগো, খাসা কামারা, ফানাইরা রক্ষণেও যেমন, আক্রমণেও তেমন। তবে নর্থ ইস্টের ফরোয়ার্ড লাইন ঈর্ষণীয়। বিদেশি ডেসমন্ড ব্রাউন, কোয়াসি আপিয়ার সঙ্গে লুইস মাচাডো কিংবা কলকাতার দুই প্রধানেই খেলা ভি পি সুহের মিলে ম্যাচের পর ম্যাচ জিতিয়েছেন দলকে। তাই শনিবার নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগানকে ফেভারিট বলা যাচ্ছে না।মোহনবাগানের জেতা সহজ হবে না।
23rd April, 2021 09:27 am
23rd April, 2021 08:16 am
22nd April, 2021 08:17 pm
22nd April, 2021 06:50 pm