Written By অংশুমান চক্রবর্তী
ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই শিলিগুড়ির বাগরাকোটের প্রায় ৬ টি দোকান সহ ১টি গোডাউন। শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাগরাকোটের জনবহুল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এলাকার গায়ে লাগিয়ে রয়েছে একের পর এক দোকান। যার জেরে আগুন লাগতেই তা ১টি দোকান থেকে অন্য দোকানে শীঘ্রই ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার মধ্যরাতে হঠাৎ ১টি দোকানে আগুন দেখতে পেয়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয়রা। তারাই খবর দেন দমকলকে। স্থানীয়দের অভিযোগ দমকল ঘটনাস্থলে আসতে দেরি করে যার ফলে একের পর এক দোকানে আগুন লাগতে থাকে। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলি। স্থানীয় এক ব্যাবসায়ী নুপুর হালদার জানিয়েছেন, দমকল সঠিক সময়ে ঘটনাস্থলে আসেনি, বারবার তাদের ফোন করেও পাওয়া যায়নি। সঠিক সময়ে তারা ঘটনাস্থলে এলে হয়ত এত বড় দূর্ঘটনা ঘটত না। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে। গোডাউনে রাখা ১টি টোটো, ২টি বাইক এবং ১টি স্কুটিও এই অগ্নিকাণ্ডে সম্পূর্নভাবে পুড়ে যায়। তবে এই অগ্নিকাণ্ডে কেউ আহত হননি।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm