Written By দেবোপম সরকার
শুক্রুবার থেকে উল্টোডাঙ্গা বিধান শিশু উদ্যানে শুরু হল একেবারে ভিন্ন স্বাদের এক সুন্দর বইমেলা। পাবলিশার্স অ্যাণ্ড বুকসেলার্স গিল্ডের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা চলবে ১৪ মার্চ পর্যন্ত। মেলার উদ্বোধন করেন নাট্যকার মনোজ মিত্র এবং জয় কবি গোস্বামী। বইমেলা খোলা থাকবে বেলা ২টো থেকে রাত ৯টা পর্যন্ত। বইমেলাতে প্রচুর বই আনা হয়েছে পাঠকদের কথা মাথায় রেখে । বড়দের পাশাপাশি মাঝারি এবং ছোটো প্রকাশনা সংস্থাগুলিও অংশগ্রহণ করেছেন এই মেলায়। বই কিনলে প্রকাশকদের তরফ থেকে বিশেষ কমিশন দেওয়া হচ্ছে। এছাড়াও হাজার টাকার বই কিনলে ২০০ টাকার গিফট কুপন দেওয়া হচ্ছে। পাবলিশার্স অ্যাণ্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, “বিধান শিশু উদ্যানের এই বইমেলা সল্টলেক, উল্টোডাঙ্গা, কাঁকুড়গাছির বাসিন্দাদের কাছে এটা একটা বাড়তি প্রাপ্তি। আন্তর্জাতিক বইমেলা শুরু হতে হতে জুলাই মাস। এবছরের থিম কান্ট্রি বাংলাদেশ। একদিকে কোভিড পরিস্থিতি এবং নির্বাচন তারপরেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সব মিলিয়ে জুলাইয়ের আগে আন্তর্জাতিক বইমেলা করা সম্ভব নয় কারণ বাইরের দেশ থেকে যারা প্রত্যেকবার আসেন তারা কেউ অংশগ্রহণ করতে পারবেন না কারণ আন্তর্জাতিক উড়ান সমস্ত বন্ধ তাই এই ছোটো ছোটো বইমেলাগুলি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বরানগরে ১টি বইমেলা হয়েছে, একুশে বই উৎসব হয়েছে তালতলার মাঠে। দক্ষিণ কলকাতায় অনুষ্ঠিত হয়েছে প্রথম বইমেলা। তারপর বিধান শিশু উদ্যানে এই বইমেলা চলছে। যদি নির্বাচনী বিধির মধ্যে বইমেলা না পড়ে তাহলে বাংলা নববর্ষে কলেজ স্কোয়ারের মাঠে ১টি বই উৎসব করার পরিকল্পনা আছে গিল্ড কর্তৃপক্ষের।” সব শুধু মিলিয়ে আন্তর্জাতিক বইমেলার প্রাক্কালে পাঠকদের উৎসাহিত করতে এবং প্রকাশকদের আরো উদ্বুদ্ধ করতে এই পৃথক পৃথক ছোটো বইমেলা নিয়ে আনন্দে কচিকাঁচা থেকে বড়রা।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm