Written By চন্দন সেনগুপ্ত
দিনদুপুরে হঠাৎই অগ্নিকাণ্ড। ক্ষতি প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি। কাটোয়ার পাঁচঘড়া স্থানীয় সূত্রে খবর, গ্রামে সম্পদ মণ্ডলের খড়ের পালুইয়ে হঠাৎ করে আগুন লেগে যায় দুপুরে। স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে ছুটে আসে এবং নেভানোর চেষ্টা করে। দমকল আসার আগেই গ্রামবাসীরা তৎপর হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের ১টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্পদ মণ্ডল জানিয়েছেন, “প্রায় ২০ থেকে ২৫ কাহন খড় পুড়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm