Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
৭ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে বিপর্যয়ের পর বন্যা বিধ্বস্ত চামোলির যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। আর সেখানে ৯ দিনের মধ্যে নতুন ব্রিজ বানিয়ে নজির গড়ল বিআরও। ২০০ ফুটের ব্রিজ বানিয়ে সংযোগ নতুন করে তৈরি করল বর্ডার রোড অর্গানাইজেশন। যে ১৩টি গ্রামের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গোটা রাজ্যের, সেই ১৩টি গ্রামে স্বাভাবিক জীবন ফিরে আসে এরফলে। ঋষিগঙ্গা নদীর ওপর যোশীমঠ-মালারি রোডের পুনর্গঠনের কাজ শেষ হয়েছে। সেখানেই তৈরি হয়েছে ২০০ ফুটের একটি ব্রিজ। এই কাজ করতে বর্ডার রোড অর্গানাইজেশনের পুরো টিম হাত লাগায়। ১০০টিরও বেশি গাড়ি, জেসিবি কাজে যোগ দেয়। ১৫টি আর্থ মুভিং মেশিনও নিয়ে আসা হয়। কাজে হাত লাগায় ভারতীয় বায়ুসেনা। ব্রিজ তৈরির নানা সরঞ্জাম নিয়ে আসা হয় জম্মু, পাঠানকোট, নেলং, রিমকিম থেকে । ২৫শে ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয় ব্রিজের। ৯দিনের মধ্যে গোটা ব্রিজ তৈরি করে অসাধ্য সাধন করেছে বিআরও।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm