Written By সেলিম শেখ
আগুনে ভস্মীভূত ১টি প্লাস্টিক কারখানা। ঘটনাটি ঘটেছে ওমরপুর তলাই কেডিয়া পেট্রোল পাম্প সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে ১টি প্লাস্টিক ফ্যাক্টরিতে। আগুনে কয়েক কোটি টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার প্রায় ২ঘণ্টা পর দমকলের ১ইঞ্জিন আসলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে পরে আরও ৩টি ইঞ্জিন নিয়ে আসা হয়। ৪টি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় ৫ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো প্লাস্টিক কারখানাটি । অল্পের জন্য প্রাণে বাঁচে পেট্রোল পাম্পটি। বিধ্বংসী আগুন লাগায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কের ওয়ান ওয়ে বন্ধ করে দেয় প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ। পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।