Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশ । প্রধান বক্তা নরেন্দ্র মোদী। শহরে প্রধানমন্ত্রী আসার জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। বিধানসভা ভোটের আগে ব্রিগেড চ্যালেঞ্জ বিজেপির। ব্রিগেড গ্রাউণ্ড ভরাতে মরিয়া বিজেপি। রাত থেকেই হাওড়া, শিয়ালদহ থেকে শহরমুখী বিজেপি কর্মী-সমর্থকরা। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পাখির চোখ বাংলা । তাই ব্রিগেডে মোদী কী বার্তা দেন সেদিকে তাকিয়ে গোটা বাংলা। রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মঞ্চে থাকবেন অভিনেতা মিঠুন চক্রব র্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে প্রথম বার নন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও তিনি এসেছেন কলকাতার এই ময়দানে। কিন্তু ২০১৯ সালের ৮ এপ্রিলের সঙ্গে ২০২১-এর ৭ মার্চের অনেক ফারাক। তখন বাংলার দুই সাংসদের বিজেপি এখন ১৮ জন । মোদী-শাহর নেতৃত্বাধীন বিজেপি-র কাছে এটা দ্বিতীয় ব্রিগেড সমাবেশ হলেও অতীতে সে নজির রেখেছেন অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীরা। বিজেপি প্রথম ব্রিগেডে সমাবেশ করে ১৯৯০ সালে। ছিলেন বাজপেয়ী, আডবাণীর সঙ্গে ছিলেন সুষমা স্বরাজ, উমা ভারতীরা। রামমন্দির আন্দোলনের সেই সময়ে ব্রিগেডে বড় সমাবেশই করেছিল বিজেপি। রাজ্য বিজেপি-র দাবি, কলকাতা ছাড়া হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই দিনাজপুর , মালদহ, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া , বীরভূম, দুই মেদিনীপুরের পাশাপাশি বিজেপি কর্মী-সমর্থকরা আসবেন দুই বর্ধমান থেকেও। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সবকটি জেলা গ্রাম ছাড়াও বীরভূম, নদিয়া থেকেও প্রচুর সমর্থককে আনার উদ্যোগ নিয়েছে বিজেপি। উত্তরবঙ্গের সব জেলা থেকেও ট্রেনে ও বাসে করে আসছেন কর্মীরা। দিলীপ ঘোষ , শুভেন্দু অধিকারী থেকে সায়ন্তন বসু সবাই একাধিকবার সাংগঠনিক বৈঠক ও সমাবেশ করেছেন ব্রিগেড সফল করার জন্য। এখন শুধু অপেক্ষা।