Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ক্রমবর্ধমান গ্যাসের দাম বৃদ্ধির জন্য রবিবার শিলিগুড়িতে সিলিন্ডার মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কলকাতা থেকে বিশেষ বিমানে বাগডোগরায় পৌঁছন তিনি। সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। তবে সিলিন্ডার মিছিলের সঙ্গে সঙ্গেই ভোটের প্রচারও সারবেন মমতা। সঙ্গে থাকছেন বিধানসভার প্রার্থী ওমপ্রকাশ মিশ্র এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের এই মিছিলে মমতার সঙ্গে যোগ দেবেন সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। উত্তরবঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিলিন্ডার মিছিল করবেন, তখন কলকাতায় বিজেপির ব্রিগেড সমাবেশে যোগ দেবেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এদিনের ব্রিগেডে বেশ কিছু তৃণমূল নেতা মন্ত্রীদের যোগদানের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।