Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
নারী দিবস উপলক্ষ্যে বিশেষ ভাবনা রাঁচি রেলওয়ে স্টেশনের। সোমবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোমবার রাঁচি রেলওয়ে স্টেশনের দায়িত্বভার নেবেন মহিলারা। ট্রেমের চালক থেকে শুরু করে, টিকিট কাউন্টার, টিটি, সিগন্যাল বদল এবং নিরাপত্তার কাজে যুক্ত থাকবেন মহিলারাই। এই বিষয়ে রাঁচি রেলওয়ে ডিভিশনের তরফে বলা হয়েছে, সোমবার স্টেশনের দায়িত্বভার থাকবে মহিলাদের ওপর। এদিন পুরো স্টেশন এবং লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চালাবেন মহিলারা। মহিলারা যে পুরুষদের সঙ্গে কোনো অংশে কম নন এবং একই সঙ্গে রেলের বিভিন্ন বিভাগে মহিলারা সমান ভাবে সাবলীল তা দেখতে এই পদক্ষেপ নিল রাঁচি রেলওয়ে স্টেশনের উচ্চপদস্ত কর্মকর্তারা। তবে স্টেশন মাস্টার থাকবেন একজন পুরুষ। সোমবার সকাল ৬টা থেকে মহিলাদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার মধ্য দিয়েই নারী দিবসের সূচনা হবে রাঁচি স্টেশনে।