Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
হাসপাতাল থেকে ছুটি পেলেন বিশিষ্ট তেলেগু লেখক তথা সমাজকর্মী ভারভারা রাও। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বম্বে হাইকোর্টের নির্দেশেই তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। চিকিৎসার জন্য ২২ ফেব্রুয়ারি তাঁর ৬ মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। বর্ষীয়ান এই কবির চিকিৎসার সবরকম ব্যবস্থা করতে নির্দেশ দেয় আদালত। এরপরেই তাঁকে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।মেডিক্যাল গ্রাউন্ডে বর্ষীয়ান এই কবিকে ৬ মাসের জামিনে মুক্তি দেয় আদালত। তবে তাঁকে মুম্বই ছেড়ে যেতে নিষেধ করেছে আদালত। তার জামিনদার ৫০ হাজার টাকা জমা দেওয়ার পরই জামিন হয় ভারভারা রাওয়ের। প্রখ্যাত এই তেলেগু কবি এলগার পরিষদ মামলায় অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ। ৮২ বছরের ভারভারা রাওকে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে মহারাষ্ট্রের পুণে পুলিশ। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা রুজু করা হয়। জেলে থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিশিষ্ট এই কবি। এরপরেই তাঁর জামিনের জন্য আদালতে আবেদন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারভারাও রাওয়ের মুক্তির দাবি জোরালে হতে থাকে অবশেষে জামিনে মক্ত হলেন তিনি এখন।