Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ফাইল ছবি
নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনদিনের জন্য জঙ্গসমহল সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সম্ভবত ১২ মার্চ তিনি জঙ্গলমহলে যেতে পারেন বলে খবর৷ সেখানে পদযাত্রা ও সভা করার কথা রয়েছে তাঁর৷ তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো কর্মসূচি তৈরি হয়নি বলে খবর৷ কিছুদিন আগে লালগড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার সভায় আশানুরূপ লোক হয়নি। এরমধ্যে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ তৃণমূলের এই নতুন স্লোগান গেরুয়া শিবিরকে আরও অস্বস্তিতে ফেলছে। এই স্লোগানের পাল্টা স্লোগান হিসাবে জঙ্গলমহলের জন্য বিজেপির স্থানীয়স্তরে স্লোগান তৈরি হয়ে গিয়েছে। ঠিক হয়েছে, ‘জঙ্গলমহল কাটমানির হিসেব চায়’—এই স্লোগান সামনে রাখা হবে। তবে তৃণমূলের দাবি, বিজেপির কোনও কৌশলই জঙ্গলমহলের মাটিতে এবার খাটবে না৷ তৃণমূলে যোগ দিয়েছেন সাঁওতাল সিনেমার জনপ্রিয় নায়িকা ঝাড়গ্রামের বরবাহা হাঁসদা। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে বিরবাহাকে প্রার্থীও করেছে তৃণমূল৷ প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ঝাড়খন্ড পার্টি (নরেন)-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বীরবাহা। তাঁর বাবা, বিনপুরের প্রয়াত বিধাক নরেন হাঁসদা তৈরি করেছিলেন ওই দল। নরেনের স্ত্রী চুনিবালা হাঁসদাও বিনপুরের প্রাক্তন বিধায়ক হিসেবে এলাকায় সুপরিচিত। নরেনের প্রয়াণের পরে ঝাড়খণ্ড পার্টি (নরেন) পরিচালনার দায়িত্ব নেন চুনিবালা। নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সেই সূত্রে নন্দীগ্রাম কেন্দ্রের জন্যে মনোনয়নপত্র পেশ করতে চলেছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, হলদিয়া প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র পেশ করবেন মমতা। ১১ তারিখ, শিবরাত্রির দিন মমতা মনোনয়ন পেশ করবেন এটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেই নন্দীগ্রামে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই চলছে দেওয়াল লিখন। তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা শুরু করে দিয়েছেন ঘরে ঘরে গিয়ে প্রচার। চলছে সভা, মিছিল। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রাম আসনে ভোট নেওয়া হবে।