Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছিলেন দক্ষিণী হিরো কৃষ্ণা। এবার সেই কৃষ্ণারই ছেলে প্রিন্স অফ টলিউড মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। এক ডিজিটাল প্রতিবেদনে জানানো হয়েছে সিনেমাটি প্রযোজনা করবেন জনপ্রিয় বলিউড নির্মাতা করণ জোহর। ছবির পরিচালক হিসেবে বেছে নেওয়া হয়েছে এক নতুন প্রজন্মের পরিচালককে। আগামী ৬০ দিনের মধ্যে এই ছবির শুটিং শেষ করতে চান ছবির নির্মাতারা। বাহুবলি সিনেমা খ্যাত এস এস রাজমৌলির একটি সাম্প্রতিক ছবিতে অভিনয় করেছেন মহেশ। অন্যদিকে 'ধড়ক' সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন জাহ্নবী। বর্তমানে 'দোস্তানা টু' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "দক্ষিণের সিনেমায় অভিনয় করতে আমি আগ্রহী। ভালো চিত্রনাট্য পাই তবে ফিরিয়ে দেব না।"