Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বাইসন খুঁজতে নামল কুনকি হাতি। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে খবর, লোকালয়ে ঢুকে পড়া বাইসনকে খুঁজতে এবার নামানো হয়েছে শিলাবতী ও বর্ষন নামে ২টি কুনকি হাতিকে। বন দফতর সূত্রে খবর, ডুয়ার্সের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় গোরুমারা জাতীয় উদ্যান থেকে ঢুকে পড়ে ২টি বাইসন। যার মধ্যে ১টিকে ঘুমপাড়ানি গুলি করে জঙ্গলে ফেরানো সম্ভব হলেও অন্যটিকে কিন্তু রাতভর তল্লাশি করেও খুঁজে পাওয়া যায়নি। এরপরই বনদফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় গোরুমারা থেকে ২টি কুনকি হাতি এনে বাইসনের খোঁজ করা হবে। সেই মত ভোরবেলা থেকে শিলাবতী এবং বর্ষন নামে ২টি কুনকি হাতি ধুপঝোরা থেকে নিয়ে আসা হয়। বাইসনের খোঁজে তল্লাশি জারি রয়েছে ।