Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার টুইট করে একথা নিজেই জানান তিনি।নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী দেব লেখেন, “আমি কোভিড-১৯ পজিটিভ। নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরমর্শ মেনে চলছি। সবার কাছে আমার অনুরোধ, আপনারা কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেনে চলুন এবং সুস্থ থাকুন।” সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে ত্রিপুরাতেও বাড়ছে করোনা সংক্রমণ।পরিস্থিতি সামাল দিতে ত্রিপুরা প্রশাসন জারি করেছে একাধিক নির্দেশিকা। ত্রিপুরা প্রশাসন করোনা ঠেকাতে নিয়েছে একাধিক পদক্ষেপ। মারণ রোগটিকে ঠেকাতে রাজ্যজুড়ে চলছে টিকাদান।