Written By মনা বীরবংশী
ট্রেনের নাম বদল ঘিরে উত্তেজনা শান্তিনিকেতন স্টেশন চত্বরে। শান্তিনিকেতন থেকে হাওড়া যাওয়া ও আসার ট্রেন ‘শান্তিনিকেতন এক্সপ্রেস’ ট্রেনের নাম বদলে বিজেপি নেতার নামে ‘দিনদয়াল এক্সপ্রেস’ করা হয়েছে। এমনকি শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন কামরায় রবীন্দ্রনাথের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে শান্তিনিকেতন রেলস্টেশনের সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিল একাধিক কর্মী-সমর্থক। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে ফেলতে চাইছে। তাই শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনের নাম বদলে দিনদয়াল এক্সপ্রেস করেছে। এই নাম বদলের প্রতিবাদে বোলপুর রেল স্টেশন চত্বরে চলে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বিশ্বভারতীর “উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিজেপির হয়ে কাজ করছে। কখনও রবীন্দ্রনাথকে বহিরাগত বলছেন। কখনও আবার বোলপুর থেকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের নাম মুছে ফেলার চেষ্টা করছে। বাঙালিরা তা কোনোভাবেই মেনে নেবে না। তাই তৃণমূলের সমর্থকেরা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। সাধারণ মানুষও আমাদের সঙ্গে রয়েছেন।”