Written By সঞ্জিত চক্রবর্তী
রিটার্নিং অফিসার ও বিডিও সহ ৩ জন করোনা আক্রান্ত। প্রত্যেকেই ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকে। প্রশাসন সূত্রে খবর, বিডিও সুপর্ণা বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে কলকাতা বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন। অন্যদিকে নির্বাচনের দায়িত্বে থাকা ১জন রিটার্নিং অফিসার অমিত শেঠ রয়েছেন হোম কোয়ারেন্টাইনে । এছাড়া আরও ১জন মহিলা আধিকারিক জবা মণ্ডলও করোনা আক্রান্ত। তিনিও হোম কোয়ারেন্টিনে রয়েছেন। জেলা শাসককে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। প্রশাসন সূত্রে খবর বেশ কিছুদিন আগে বারাসাতে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর এই ৩জন আধিকারিক জ্বরে আক্রান্ত হন। তারপর তাদের রক্ত পরীক্ষা করার পর জানা যায় ৩জনই করোনা আক্রান্ত। ২২ এপ্রিল বাদুড়িয়া বিধানসভা নির্বাচন রয়েছে সেকারণে চিন্তায় স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসনের আধিকারিকরা।