করোনার দ্বিতীয় দফার কম্পনের মধ্যে শুরু হচ্ছে আইপিএল -১৪।
মাঠে দর্শক থাকছেনা। সকলের নজর তাই থাকবে টিভির পর্দায়। নয়তো ও টি টি প্লাটফর্মে।
টিভি সম্প্রচার স্বত্ত্ব স্টার স্পোর্টস চ্যানেলের কাছে। ইতিমধ্যেই এবারের ভিভো আইপিএল ১৮ টি স্পনসর পেয়ে গেছে।
তালিকা বেশ লম্বা। ড্রিম ইলেভেন, বাইজু'স, ফোন পে, জাস্ট ডায়াল, উপষ্টক্স, বিঙ্গো, কমলা পসন্দ, এএমএফ , ফ্রুটি, এশিয়ান পেইন্টস, থাম্পস আপ, ভোডাফোন- আইডিয়া, মন্দেলেজ, আমাজন প্রাইম, গ্রওয়ে, ক্রেড, গার্নিয়ের মেন এবং হাভেলস। এই ১৮ টি ব্র্যান্ডের স্লট দিয়ে দাওয়া হয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানা যাচ্ছে, এডু টেক সেক্টর, ফ্যান্টাসি স্পোর্টস , বেভেরেজেস, পে ওয়ালেটস, হোম ডেকর, অটো, টেলিকম, কনজ্যুমার দুরাবলস, এফএমসিজি, ফিনান্সিয়াল সার্ভিসেস - এমন সব সংস্থা আরও অনেকে এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত।
এবারও স্টার স্পোর্টস ৮ টি ভাষায় ক্রিকেট কমেন্ট্রি করতে চলেছে ৯ এপ্রিল থেকে। ইংলিশ, হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া, বাংলা, মালায়ালাম, মারাঠা- ভাষায় যা যা দেখানো হবে সবেতেই এই স্পন্সরদের বিজ্ঞাপন দেখা যাবে।