Written By মনা বীরবংশী
পুরুলিয়ার বলরামপুরের ছায়া এবার বীরভূমের লাভপুরে। এক বিজেপির সক্রিয় কর্মী তথা বুথ কমিটির সদস্যকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার দাঁড়কা গ্রামের। মৃত বিজেপি কর্মীর নাম তাপস বাগদি । বয়স প্রায় ৪০ বছর। গত ১৯ অক্টোবর, একটি ঘটনাকে কেন্দ্র করে তাপসের ভাই ও পরিবারের সঙ্গে স্থানীয় তৃনমূল নেতৃত্বের গণ্ডগোল বাধে বলে অভিযোগ। ঘটনায় বিজেপির ছয় জনের নামে থানায় অভিযোগও করে শাসক দল। গতকাল দুপুরে তাপস বাগদি 'স্নান করতে যাবো' বলে বাড়ি থেকে বেড়িয়ে যান। তারপর আর বাড়ি ফেরা হয়নি তাঁর। সন্ধ্যার পর থেকে অনেক খোঁজাখুঁজির পর খবর আসে তাপস নামে ঐ বিজেপি কর্মী আত্মহত্যা করেছেন। লাভপুরের ময়ূরাক্ষী নদী লাগোয়া একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাপস বাগদির দেহ উদ্ধার করে লাভপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। তাপস বাগদির পরিবারের অভিযোগ, তাপস গাছে উঠতে জানে না, তাহলে কি করে গাছের এত উঁচু ডাল থেকে গলায় দড়ি দিলো? তাদের মতে খুন হয়েছেন তিনি, স্থানীয় তৃনমূল আশ্রীত দূস্কৃতীরা তাকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে, যাতে ঘটনাটিকে আত্মহত্যা বলা যায়। তাপস বাগদির পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। অভিযোগ এনেছে বিজেপি। বীরভূম জেলার বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ বলেছেন, তৃনমূল ইচ্ছাকৃত ভাবে এই খুনের রাজনীতি করছে। অপর দিকে পাল্টা অভিযোগ এনেছেন বীরভূমের তৃনমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি জানান, তাপস বাগদি এর আগেও বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তিনি আরো জানান, ময়নাতদন্তর রিপোর্ট সামনে এলেই সব পরিষ্কার হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। পুরো ঘটনার তদন্তে নেমেছেন লাভপুর থানার পুলিশ।
22nd October, 2018 06:15 pm
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm