Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
স্পোর্টস কার নির্মাণকারী বিখ্যাত ব্রিটিশ সংস্থা ম্যাকলারেন বাজারে আনল তাদের নতুন হাইব্রিড সুপার কার স্পিডটেইল। তিন আসন বিশিষ্ট স্কাই-ফাই ডিজাইনের এই গাড়ির বাজারের মূল্য ২.২৫ মিলিয়ন ডলার। টাকার মূল্যে এই অঙ্কটা প্রায় সাড়ে আঠেরো কোটি ছুঁইছুঁই। ১,৪৩০ কেজির স্পিডটেইল প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৪০৩ কিমি বেগে ছুটতে পারে। শুধু তাই নয়, শূন্য থেকে তিনশো কিমি গতিবেগ বাড়াতে এই গাড়িতে লাগে মাত্র ১২.৮ সেকেন্ড। সম্প্রতি, সংস্থার তরফে এই তথ্য জানানো হয়েছে। এই মূহুর্তে সংস্থাটি মাত্র ১০৬ টি স্পিডটেইল গাড়ি তৈরি করেছে। যা এরই মধ্যে সব বিক্রি হয়ে গেছে।
ছবি সংস্থা
6th March, 2021 11:13 pm
6th March, 2021 10:38 pm
6th March, 2021 07:54 pm
6th March, 2021 07:25 pm