Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
স্যামসাং বাজারে আনতে চলেছে ফোল্ডিং ফোন। বুধবার সানফ্রান্সিসকোতে একথা জানালেন স্যামসাং এর কর্ণধার। এই অত্যাধুনিক ফোনে থাকছে ৭.৩ ইঞ্চির ট্যাবলেট ডিসপ্লে। অসাধারণ দেখতে এই ফোনটি নিয়ে ইতিমধ্যেই ফোনপ্রেমীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। গুগুল এবিষয়ে জানিয়েছে তাদের অ্যান্ড্রয়েড স্যামসাং-এর ফোল্ডিং স্মার্টফোনে সাপোর্ট করবে।
ছবিঃ samsung
17th January, 2021 09:02 pm
16th January, 2021 04:35 pm
11th December, 2020 09:06 am
25th September, 2020 04:39 pm