Written By দেবাশিস সেনগুপ্ত
২০১৯এর ব্রিগেডের সমাবেশকে সামনে রেখে লোকসভা ভিত্তিক প্রস্তুতি কমিটি গঠন করছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দলীয় নেতৃত্ব এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। ৪২টি লোকসভা কেন্দ্রের সাংসদদের মাথায় রেখে এই প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। যে সব লোকসভা কেন্দ্রে দলীয় সাংসদ নেই, সেখানে স্থানীয় নেতৃত্ব ও দলীয় পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হচ্ছে। এমনকি ২০১৯ এর ব্রিগেডের সভা, মিটিং, মিছিল, প্রচার, প্রত্যেকটি বিষয় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেও উদ্যোগ নিচ্ছে দল।
পুজোর আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে আহ্বায়ক করে একটি প্রচার কমিটি তৈরি করে দিয়েছিলেন। এবার দলীয় নেতৃত্ব লোকসভা অনুয়ায়ী প্রস্তুতি কমিটি গড়ার কাজ শুরু করে ব্রিগেডের সভার জোরকদমে প্রচারশুরু করতে চলেছে। ব্রিগেডের সভায় উপস্থিত থাকবেন দেশের বিজেপি বিরোধী বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। যা ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে যথেষ্টই তাৎপর্যপূন্য বলে মনে করছে রাজনৈতিক মহল।
File Pic
14th November, 2018 01:15 pm
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm