Written By দেবাশিস সেনগুপ্ত
দিদি সব কিছু করে দেবেন এটা ভাবা সঠিক নয় বলে শুক্রবার দলকে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ২০১৯ লোকসভা নির্বাচন। তার আগে তৃণমূলের বর্ধিত কোর কমিটির সভা থেকে এভাবেই দলকে কড়া বার্তা দিয়ে নেতাজি ইন্ডোরের সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন লবি করে নেতা মন্ত্রী হওয়া যাবে না। কাজের মধ্যে দিয়েই নেতা হতে হবে। তিনি বলেন, ‘অন্য দলের কাছে টাকা আছে আর তৃণমূলে থাকলে সম্মান পাওয়া যাবে। রাজ্যের বাইরেও তৃণমূলের তরফে নির্বাচনে প্রার্থী দেওয়া হবে। অসম, ঝাড়খণ্ড, ওড়িশা,মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, মণিপুর, অরুণাচল প্রদেশেও সংগঠন বাড়ানোর কাজ করা হবে। এই কাজ করবেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন। বিহারের সংগঠন দেখবেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং। প্রতিটি রাজ্যে সংগঠনের কাজ সম্পর্কে প্রতি মাসের রিপোর্ট দিতে হবে। দল না থাকলে কেউ থাকবে না। সবাই জিরো। তাই দলকেই ভাল করে সামলাতে হবে।’
বিজেপি দেশের ইতিহাস বদলে দিচ্ছে। বদলের ধাক্কায় বিপন্ন গোটা দেশ। এভাবে ক্ষমতার অপব্যবহার আগে কখনও হয়নি বলে এদিন অভিযোগ করেন মমতা। গত পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম পুরুলিয়ায় বিজেপির ফল ভাল হয়েছে। সেখানকার নেতাদের সংগঠন মজবুত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘দল না থাকলে কেউ থাকবে না। তাই দলকে মায়ের মতো আগলাতে হবে। সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে। দিদি গিয়ে সব কিছু করে দেবে, এটা ভাববেন না। আপনার এলাকায় আপনাকেই দায়িত্ব নিতে হবে। আরএসএসের লোকেরা এলাকায় বসে নানান প্ল্যান করছে। সেই খবর পুলিশকে জানালে দল থেকে সম্মানিত করা হবে। মানুষের কাছ থেকে চাইতে নয় দিতে শিখুন। নেতা হওয়া মানে মানুষের মধ্যে থাকা, ঘরে বসে থাকা নয়।’ বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এটা রথযাত্রা নয় রাবনযাত্রা।’ তাই রথযাত্রার প্রভাব মুছতে পর দিন্ই ওই পথেই পালটা একতা যাত্রা করার নির্দেশ দেন তিনি।
16th November, 2018 05:37 pm
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm