Written By দেবাশিস সেনগুপ্ত
এবার বেসরকারি স্কুল গুলোর ওপর রাজ্য সরকার নিয়ন্ত্রণ আনতে চলেছে বলে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিধানসভায় রাজ্যের স্কুলগুলির ছুটি সংক্রান্ত বিষয়ে বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নানের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ‘আমরা এই সব বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছি। বেসরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় স্কুল গজিয়ে উঠছে। এই স্কুলগুলোর ওপর নিয়ন্ত্রণ আনতে চলেছি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নামে অন্যকিছু চলছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। এর জন্য কেন্দ্রের থেকে অনুমতি নিচ্ছে। বেশ কিছু জায়গায় স্কুলের নামে অন্য কিছু চলছে বলে খবর পাওয়া গেছে। এক নামে স্কুল খুলে অন্য নাম দিয়ে তা চালানো হচ্ছে। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ভেতরে কি চলছে কেউ তা জানতে পারছেন না। আমরা এই বিষয়গুলিও খতিয়ে দেখছি।’
এদিন শিক্ষামন্ত্রী রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষকের ঘাটতির দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘রাজ্যে শিক্ষক অপ্রতুল নয়। স্কুলগুলোতে শিক্ষক-শিক্ষিকাদের বিন্যাস সঠিক নেই। তা নিয়ে এরই মধ্যে শিক্ষা দফতর রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টের ভিত্তিতেই স্কুলগুলোতে শিক্ষকের বিন্যাস ঠিক করে শিক্ষকদের অভাব দূর করে পঠনপাঠন ভালো করার চেষ্টা চলছে। কম পড়ুয়াদের স্কুলে বেশি শিক্ষক এবং বেশি পড়ুয়াদের স্কুলে কম শিক্ষক রয়েছেন। গত ৭ বছর ধরে তার পুরোটা করা সম্ভব হয়নি। শিক্ষক বিন্যাস সঠিক করার প্রক্রিয়া শুরু হয়েছে ২-৩ মাসের মধ্যেই তা সম্পূর্ণ হবে। রাজ্য সরকারের প্রচেষ্টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমানো গেছে।’
19th November, 2018 04:09 pm