Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বিখ্যাত টেকনোলোজি সংস্থা 'অ্যাপেল' গত সেপ্টেম্বর মাসে দুটি নতুন আইফোন বাজারে লঞ্চ করে যা 'xs' এবং 'xs max' নামে পরিচিত। এছাড়া আরও একটি আইফোন 'xr' যা গত অক্টবরে নতুন বাজারে আসে, এগুলির উৎপাদন ক্রমাগত বন্ধ হতে চলেছে। এর কারণ জানা গেছে যে, বাজারে এগুলির চাহিদা কম এবং এই তিনটি আইফোনই আপাতত বাজারে প্রচুর পরিমানে মজুত রয়েছে। অতিরিক্ত পরিমাণে আইফোন মজুত থাকা এবং অন্যান্য আইফোনের তুলনায় এগুলির চাহিদা কম হওয়ার কারণেই তাঁরা এই নতুন আইফোন গুলির উৎপাদন কমিয়ে দিয়েছে।