Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
এক নতুন ধরণের গ্লুকোজ মনিটর, যা মানুষের চোখে দিলে মানুষের শরীরে শর্করার পরিমান মাপা যায়। এক বেসরকারি সংস্থা এমন এক ডিভাইস বাজারে এনেছে, যার মাধ্যমে শরীরের শর্করার মাত্রাও মাপা যাবে চোখের কোনো রকম ক্ষতি না করেই। চোখের পাতায় এই ডিভাইস রাখলে তা চোখের জল থেকে শরীরের শর্করার মাপতে সাহায্য করবে। এই ডিভাইস এমন ভাবে তৈরী হয়েছে, যাতে চোখ রগলালেও এই ডিভাইস চোখ থেকে সরে যাবে না। আর কিছুদিনের মধ্যেই এই ডিভাইস বিশ্বের বাজারে চলে আসবে বলে মনে করছে এই ডিভাইসের আবিস্কর্তারা।