Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
নিক্কোপার্কের এবারের শীতের আকর্ষণ বিশেষ বর্ণময় আলোকসজ্জা। বৃহস্পতিবার 'ফেস্টিভাল অফ ম্যাজিক্যাল পান্ডা লাইটস' নামের এই আলোকসজ্জা উদ্বোধন করলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও সুজিত বসু। বিভিন্ন দেশে এই বিশেষ আলোকসজ্জা সফল হওয়ার পর এক চীনা কোম্পানি নিক্কোপার্কের সঙ্গে হাত মিলিয়ে এই আকর্ষণীয় কাজটি করেছে। এটি ভারতে প্রথম কোন শিশুদের পার্কে এই ধরনের কাজ তারা করল।
শিশুদের জন্য বিভিন্ন প্রাণী এবং কার্টুন চরিত্রগুলোকে আলোর মাধ্যমে ডিসপ্লে করা হয়েছে। প্রধান গেটটিকেও আলোকসজ্জায় সাজানো হয়েছে। গেটটি ছাড়াও থাকবে লোটাস পন্ড, সোয়াম ওয়াল্ড, ফিশ গ্যালারি ও আরো অনেক কিছু। আগামী ফেব্রুয়ারি মাস এর শেষ অব্দি এই আলোকসজ্জা থাকবে।