Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ছুটির দিনের প্রাতঃরাশ সারার নতুন ঠিকানা দিল ওয়ান্ডারওয়াল। শীতের সকালে সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে হাজির এই রেস্তোরাঁ। পাউরুটি, ওমলেট, ডিমের বিভিন্ন পদ নিয়ে এক বিশেষ মেনু কার্ড রাখছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। শনিবার এই বিশেষ মেনুর উদ্বোধন হয়। তবে এই মেনুর খাবার গুলি সব সময় পাওয়া যাবে না। রেস্তোরার তরফে সপ্তাহের শনিবার ও রবিবার, এই দুটি দিন বরাদ্দ্ হয়েছে এই বিশেষ মেনুর জন্য। সকাল ৮টা থেকে ১১টা এই প্রাতরাশের বিশেষ মেনুর সময়সীমা।